রাজশাহী: আসন্ন দুর্গা পূজা উপলক্ষে আগামী ১৯ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত ৫ দিন মহানগরীতে সব ধরনের অস্ত্র, আতশবাজি, বিস্ফোরক দ্রব্য ও পটকা ফুটানোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি)।
বুধবার (১৪ অক্টোবর) রাতে এক আদেশে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।
একই আদেশে বিস্ফোরকদ্রব্য বিক্রি, বহন ও ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়।
রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার রাতে স্থানীয় গণমাধ্যমেকে এই তথ্য জানানো হয়েছে।
রাজশাহী মহানগরীতে ৬৮টিসহ এবার জেলায় ৪০২টি মণ্ডপে দুর্গা পূজা উদযাপন হবে।
বাংলাদেশ সময়: ২৩২০ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
এসএস/এসআর