ঢাকা: সম্প্রতি রাজধানী ঢাকার গুলশানে খুন হওয়া ইতালির নাগরিক তাবেলা সিজারের মরদেহ তার নিজ দেশ ইতালিতে ফেরত পাঠানো হচ্ছে।
বুধবার (১৪ অক্টোবর) রাত পৌনে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইনের ইকে-৫৮৫৮ কার্গো ফ্লাইটে তার মরদেহ ইতালির উদ্দেশে পাঠানো হয়।
বিমানবন্দর আমর্ড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার (এএসপি) তানজিনা আক্তার (মিডিয়া) বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এরআগে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গ থেকে মরদেহ বিকেল ৪টার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
** ইতালিতে নেওয়া হচ্ছে সিজারের মরদেহ
বাংলাদেশ সময়: ০০০২ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
এনএইচএফ/এসআর