ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

সৌদিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাংলাদেশি নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৭ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
সৌদিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাংলাদেশি নিহত মো. আশরাফুল হক নোমান

ব্রাহ্মণবাড়িয়া: সৌদি আরবের ইয়াম্বু শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আশরাফুল হক নোমান (৩০) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৫টার দিকে বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।



নিহত নোমান ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যপাড়া পোয়া পুকুর পাড়ের ৭১২ নম্বর বাড়ির বাসিন্দা অবসরপ্রাপ্ত সেনাসদস্য মো. মনিরুল হক কালামের ছোট ছেলে।

নোমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় ভাই মো. রিয়াজুল হক মামুন।
তিনি জানান, সেখানকার ইয়াম্বু শহরে ইলেক্ট্রিশিয়ানের কাজ করতো নোমান। বিকেলে কাজ করা অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

পারিবারিক সূত্র জানায়, ৩ ভাইয়ের মধ্যে সবার ছোট নোমানের জন্য পাত্রী খোঁজাখুঁজি চলছিল। সম্প্রতি তার দেশে ফেরার কথা ছিল। বুধবার দুপুরে বড় ভাই মো. নাজমুল হক সুমনের স্ত্রীর সঙ্গে মোবাইল ফোনে সর্বশেষ  কথা হয় তার।

বুধবার রাত ১০টার দিকে সরেজমিন মধ্যপাড়ার ওই বাড়িতে গিয়ে দেখা যায়, মৃত্যুর খবরে পাড়া প্রতিবেশীরা বাড়িতে ভিড় করেছেন। তার বৃদ্ধ বাবা-মা কান্নায় ভেঙে পড়ছেন। প্রতিবেশী ও স্বজনরা তাদের সান্ত্বনা দিচ্ছেন।

বাংলাদেশ সময়: ০০১৮ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।