কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে মাদক মামলার সাজাপ্রাপ্ত দুই আসামিকে না ছাড়ায় জেলা কারাগারের ফটকের ভিতরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ নুরুল আলমকে পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা।
বুধবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে জেলা কারা ফটকের ভিতরে দর্শনার্থীদের দাঁড়ানোর জায়গায় এ ঘটনা ঘটে।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, জেলার তাড়াইল উপজেলার হাত কাজলা গ্রামের কামরুজ্জামান নিজামের ছেলে প্রান্ত এবং কিশোরগঞ্জ সদর উপজেলা মো.নজরুল ইসলামের ছেলে তাইম।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, বুধবার সন্ধ্যায় জেলা শহরের নরসুন্দা নদীর পাড় থেকে প্রান্ত ও তাইমকে গাঁজাসহ আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তারা। এ সময় প্রান্তর কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা ও তাইমের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পরে রাতেই জেলা সহকারী ম্যাজিস্ট্রেট আবু তাহের সাঈদ ভ্রামমাণ্য আদালতের মাধ্যমে আসামি প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
রাতে মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শকের নেতৃত্বে সাজাপ্রাপ্ত আসামিদের জেলা কারাগারে বুঝিয়ে দেওয়া হয়। এ সময় ফটকে একদল সন্ত্রাসী অতর্কিতে নুরুল আলমের ওপর হামলা করে তাকে পিটিয়ে আহত করে।
কিশোরগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান শরীফ এ ঘটনা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, আমরা কিশোরগঞ্জ মডেল থানায় মামলার প্রস্তুতি নিচ্ছি।
জেলা কারগারে নিরাপত্তা থাকার পরেও কারাগারের ফটকের ভিতরে হামলা প্রসঙ্গে জেলা কারাগারের জেলার শফিউল আলম বাংলানিউজকে জানান, মাদকদ্রব্য কর্মকর্তার উপর হামলা কারাগারের বাইরে স্টেডিয়ামের সামনে হয়েছে।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আনিসুর রহমান জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করে এসেছি। মামলা হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ০০২২ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
এসআর