জয়পুরহাট: জয়পুরহাটের আক্কেলপুর পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সোহেল হোসেনকে (৩০) ৫ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ।
বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় আক্কেলপুর উপজেলার হালির মোড় থেকে তাকে আটক করে পুলিশ।
আটক যুবলীগ নেতা সোহেল আক্কেলপুর পৌর শহরের নিচা বাজার এলাকার বছির বিহারীর ছেলে।
পুলিশ জানায়, উপজেলার হালির মোড় এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হচ্ছিল। এ সময় মোটরসাইকেল যোগে যাওয়ার সময় ওই যুবলীগ নেতাকে ইয়াবাসহ আটক করা হয়।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন সোহেলকে আটকের বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ০১১৭ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
এসআর