ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

গুলশান এক্সচেঞ্জের ৮ হাজার টেলিফোন নম্বর পরিবর্তন

ডেস্ক নিউজ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৩ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
গুলশান এক্সচেঞ্জের ৮ হাজার টেলিফোন নম্বর পরিবর্তন ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর গুলশান টেলিফোন এক্সচেঞ্জের ৮৮২ দিয়ে শুরু ৮৮২-২০০০ হতে ৮৮২-৯৯৯৯ পর্যন্ত প্রায় ৮ হাজার  টেলিফোন নম্বর কারিগরি কারণে পরিবর্তন করা হচ্ছে।

আগামী ১৭ অক্টোবর থেকে ৯৮৪-২০০০ হতে ৯৮৪-৯৯৯৯ নম্বর দ্বারা এসব টেলিফোন নম্বর পর্যায়ক্রমে প্রতিস্থাপিত হবে।



বুধবার (১৪ অক্টোবর) বিটিসিএলের জনসংযোগ ও প্রকাশনা পরিচালক মীর মোহাম্মদ মোরশেদের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন টেলিফোন নম্বরের শুরুতে প্রথম ৩ ডিজিট ৮৮২ এর স্থলে ৯৮৪ দ্বারা প্রতিস্থাপিত হবে এবং পরের ৪ ডিজিট অপরিবর্তিত থাকবে।
এ বিষয়ে জানতে বা জরুরি প্রয়োজনে ৯৮৫-৩৩৮৮, ৯৮৫-১০০০, ৯৮৫-০০০০ ও ৯৮৮-৭৪৮৮ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

এছাড়া পরিবর্তিত নম্বরের তালিকা বিটিসিএলের ওয়েবসাইট www.btcl.gov.bd এ পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ০১৪১ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।