ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

খিজির হত্যা মামলায় ২ জেএমবি সদস্য আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৭ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
খিজির হত্যা মামলায় ২ জেএমবি সদস্য আটক

ঢাকা: বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সাবেক চেয়ারম্যান খিজির খান হত্যা মামলায় সন্দেহভাজন দুই জেএমবি সদস্যকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রাজধানীর মিরপুর থেকে আলেক বেপারী ও টাঙ্গাইল থেকে তরিকুল ইসলাম তারেক নামে ওই দুই জনকে আটক করা হয়।



বুধবার (১৪ অক্টোবর) রাতে ডিএমপি মিডিয়া সেন্টারের উপপুলিশ কমিশনার মুনতাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার এ বিষয়ে ব্রিফিং করা হবে।

গত ৫ অক্টোবর সন্ধ্যার পর বাড্ডা গুদারাঘাট কাইয়ূম কমিশনারের বাড়ির বিপরীতে খিজির খানের মালিকানাধীন বাড়িতে তাকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।

বাংলাদেশ সময়: ০২০৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।