সাতক্ষীরা: সাতক্ষীরায় ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের লোক নাট্যদলের পরিবেশনায় যক্ষগান ও নৃত্যে মেতে উঠেছিলেন সাতক্ষীরাবাসী।
বুধবার (১৪ অক্টোবর) রাতে সাতক্ষীরা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ যক্ষগান পরিবেশিত হয়।
এতে মাথায় শিরস্ত্রাণ, দেহে জমকালো পোশাক, নানা রংয়ে রঞ্জিত মুখমণ্ডল আর অপরূপ অঙ্গসজ্জা নিয়ে দরাজ কণ্ঠে যক্ষগান ও নৃত্য পরিবেশন করেন ভারতের কর্ণাটকের নগরাজ রামচন্দ্র যোশী ও তার সঙ্গীরা ।
এ পরিবেশনায় উঠে আসে লোক শিল্পরূপের প্রাচীন ইতিহাস সমৃদ্ধ মহাকাব্য রামায়ণ ও মহাভারতের অংশবিশেষ।
এ লোকনাট্য উপভোগ করতে দর্শক-শ্রোতার ভিড়ে টইটুম্বুর হয়ে ওঠে সাতক্ষীরা শিল্পকলা একাডেমি মিলনায়তন।
এর আগে ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি সিদ্ধার্থ চট্টোপাধ্যায় কর্ণাটকের যক্ষগান শিল্পকলার পরিচিতি তুলে ধরেন।
এ সময় সাতক্ষীরার জেলা প্রশাসক মো. নাজমুল আহসান ভারতীয় শিল্পীদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবু আহমেদ।
যক্ষগান দলনেতা নগরাজ রামচন্দ্র যোশীর নেতৃত্বে লোকনাট্য নৃত্য ও গীতি পরিবেশনায় অংশ নেন, সতীশ গনপতি হেজ, মঞ্জুনাথ পরমেশ্বর হেজ, বিগনেশ্বর দৈব গোবদা, নরেন্দ্র বিশ্বেশ্বর হেজ, কৃষ্ণ চিক্ক্য পুজারী, আসকার নগরাজ যোশী ও অমর নগরাজ যোশী।
বাংলাদেশ সময়: ০২১৪ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
এসআর