আশুলিয়া (ঢাকা): আশুরিয়ায় এমএলএম কোম্পানি খুলে চাকরি দেওয়ার নামে বেকারদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ১০ জন আটক করা করেছে।
বুধবার (১৪ অক্টোবর) রাতে আশুলিয়ার জামগড়া এলাকায় ওই এমএলএম অফিসে অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাব-১ এর একটি দল।
এ সময় কয়েক হাজার ভুয়া আইডি ও বিভিন্ন কাগজপত্র উদ্ধার করা হয়।
র্যাব-১ এর কর্মকর্তা মোর্তাহীন বিল্লাহ বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, আশুলিয়ার জামগড়ায় লাইভ ওয়ে বাংলাদেশ লিমিটিড নামে একটি এমএলএম প্রতিষ্ঠান দেশের বিভিন্ন অঞ্চলের স্বল্পশিক্ষিত কয়েক হাজার বেকার যুবকের কাছ থেকে প্রতারণা করে প্রায় কয়েক কোটি টাকা হাতিয়ে নেয়।
তারা দীর্ঘদিন ধরে চাকরি দেওয়ার নামে এ প্রতারণা করে আসছিলেন। অভিযোগের ভিত্তিতে বুধবারন ওই প্রতিষ্ঠান থেকে ১০ জনকে আটক করা হয়। তবে মালিক সিরাজুল ইসলামকে আটক করা সম্ভব হয়নি।
গত ১১ সেপ্টম্বর প্রতারণার অভিযোগে আশুলিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ওই প্রতিষ্ঠানের ৪ জনকে আটক করে মামলা করে। জামিনে বের হয়ে একই কায়দায় আবারো প্রতারণা শুরু ওই চক্রটি।
বাংলাদেশ সময়: ০২২৮ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
এসআর