পাবনা: পাবনার চাটমোহর রেলস্টেশনে টিকিট কালোবাজারির অভিযোগে আটক ৪ জনকে ১ বছর করে কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেহেলী লায়লা এ রায় দেন।
এরআগে র্যাব-১২ পাবনা ক্যাম্পের একটি দল ওই ৪ জনকে আটক করে।
সাজাপ্রাপ্তরা হলেন, উপজেলার মহেশপুর গ্রামের আবু প্রামাণিকের ছেলে আলাল হোসেন, অমৃতকুন্ডা গ্রামের লাল চাঁদ মিয়ার ছেলে আয়নুল হক, চক উথুলী গ্রামের তোরাপ আলীর ছেলে হানিফ ও মহেশপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে মহারাজ।
র্যাব-১২ পাবনা ক্যাম্পের ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবু নেওয়াজ সরদার বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ০২৩৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
এসআর