ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে চলছে কবিগান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৭ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
গোপালগঞ্জে চলছে কবিগান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ: গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজ মাঠে বসেছে দুই দিনব্যাপী ধর্মীয় কবিগানের আসর।

শরতের রাতের আলো-আঁধারিতে কবিয়ালদের তাত্ত্বিক যুক্তি-তর্ক শুনতে এ মাঠে জড়ো হয়েছেন হাজারো নারী-পুরুষ।



উপমহাদেশের প্রখ্যাত কবিয়াল ভারতের স্বর্ণপদকপ্রাপ্ত কবি অসিম সরকার ও অমল সরকার এ কবিগানে অংশ নিচ্ছেন।

প্রখ্যাত এই দুই কবিয়ালের গান শুনতে গোপালগঞ্জ জেলাসহ আশপাশের জেলা থেকে বিপুলসংখ্যক শ্রোতা উপস্থিত হয়েছেন কলেজ মাঠে।

বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় গোপালগঞ্জ হরিচাঁদ-গুরুচাঁদ সেবা সংঘের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির উদ্যোগে এ কবিগানের ‍আসর শুরু হয়।

হরিচাঁদ-গুরুচাঁদ ঠাকুরের উত্তরসুরী কাশিয়ানী উপজেলার সাবেক চেয়ারম্যান সুব্রত ঠাকুর এ অনুষ্ঠানের উদ্বোধন করেন।

হরিচাঁদ-গুরুচাঁদ সেবা সংঘের সদস্য সচিব অ্যাড. বিজন বিশ্বাস বলেন, মতুয়া সম্প্রদায়ের প্রাণপুরুষ হরিচাঁদ-গুরুচাঁদ ঠাকুর। তাদের নামে প্রতিষ্ঠিত সেবা সংঘ এ কবিগানের ‍‌আসর বসিয়েছে। এ কবিগান  থেকে সব ধর্ম-বর্ণের মানুষের শিখার অনেক কিছু রয়েছে।

বাংলাদেশ সময়: ০৩০৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।