ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

কটিয়াদীতে ট্রাক চাপায় শিশু নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২২ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
কটিয়াদীতে ট্রাক চাপায় শিশু নিহত ছবি: প্রতীকী

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় ট্রাকের চাপায় ইজমা আক্তার (৩) নামে এক শিশু নিহত হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকার কাছে এ দুর্ঘটনা ঘটে।



নিহত শিশু ইজমা বাজিতপুর উপজেলায় পিরোজপুর ইউনিয়নের গাজারিয়া গ্রামের পারভেজ মিয়ার মেয়ে।
 
স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যার দিকে ইজমা বাবার সঙ্গে একটি পিকআপ থেকে নেমে রাস্তা পার হচ্ছিল। এ সময় বিপরীত দিক আসা একটি ট্রাক ইজমাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কটিয়াদী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) হাসনাত মিয়া বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, মৃতদেহ বৃহস্পতিবার সকালে কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ০৩১১ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।