ঢাকা: রাজধানীর দক্ষিণখানের আশকোনা এলাকার একটি বাসায় গ্যাসের চুলার আগুনে দগ্ধ গৃহকর্মী সখিনা খাতুনের মৃত্যু হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাত ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঢামেক ক্যাম্প পুলিশের উপপরিদর্শক (এসআই) সেন্টু চন্দ্র বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এরআগে ১১ অক্টোবর সকালে আশকোনা এলাকার সৌদিপ্রবাসী আবুল কাশেমের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। এতে গৃহকর্ত্রী রেহেনা আকতার (৪০), তার মেয়ে আফসানা (১৯), দুই ছেলে রেজওয়ান আহম্মেদ শুভ (১৬) ও তানভীর আহম্মেদ নিলয় (১২) এবং গৃহকর্মী সখিনা বেগম (৪৮) দগ্ধ হন। পরে তাদের ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
বাংলাদেশ সময়: ০৫৫৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
এজেডএস/এসআর