ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা ত্রি-মোহনী এলাকায় ভুল চিকিৎসায় চামেলি খাতুন (২৫) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী ক্লিনিক ভাঙচুর করেছেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে। অপারেশনের ১৬ দিন পর চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ওই প্রসূতির মৃত্যু হয়।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ ঘটনায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
নিহতের স্বামীর নাম আলী আহমেদ। তিনি উত্তর নারায়ণপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর ঝিনাইদহ সদর উপজেলার নারানপুর গ্রামের আলী আহমেদের স্ত্রী চামেলী খাতুনকে পার্শ্ববর্তী বোড়াই ত্রি-মোহনীর নিউ ইসলামীয়া প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনোস্টিক সেন্টারে সিজার করা হয়।
পরে চামেলীর অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে ফের তার অপারেশন করে পেটের ভিতর গজ-ব্যান্ডেজ পাওয়া যায়।
এদিকে, তার মৃত্যু খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ গ্রামবাসী মিছিল করে এসে একই মালিকের নারানপুর ত্রি-মোহনীর নিউ ইসলামীয়া প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনিস্টিক সেন্টারে হামলা চালিয়ে ভাঙচুর করেন।
বাংলাদেশ সময়: ১০১১ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫ (আপডেট: ১৩৩২ ঘণ্টা)
জেডএস/টিআই