বগুড়া: চতুর্থ শ্রেণির কর্মচারীদের ন্যায় বেতন স্কেল ঘোষণা ও বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে বগুড়ায় বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন জেলা শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে শহরের প্রাণকেন্দ্র সাতমাথা এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
এ সময় বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের জেলা কমিটির সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক আতাবুর রহমান, প্রতিনিধি বিশ্বনাথ দাস বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, অন্যদের ন্যায় তাদের ৫৯ বছর বয়স পর্যন্ত চাকরি করতে হয়। কিন্তু চাকরি থেকে অবসর নেওয়ার সময় তাদের শুন্য হাতে বিদায় নিতে হয়। ফলে অবসরপ্রাপ্ত গ্রাম পুলিশদের অমানবিক পরিবেশে পরবর্তী জীবন কাটাতে হয়। অনেকেই শেষ জীবনে অর্থের অভাবে বিনা চিকিৎসায় মারা যান।
বক্তারা আরো বলেন, অর্থের অভাবে না পারেন ছেলে-মেয়েদের লেখাপড়া করাতে, না পারেন সংসারের খরচ যোগাতে। গত ১৪৬ বছর ধরে গ্রাম পুলিশদের জীবন এভাবেই চলছে।
তাই এসব সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেন বক্তরা।
পরে তাদের পক্ষ থেকে জেলা প্রশাসকের মাধ্যমে বিভিন্ন দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়।
বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
এমবিএইচ/জেডএস