বগুড়া: সদর উপজেলায় ৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১২) সদস্যরা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে র্যাব-১২’র বগুড়া ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৪অক্টোবর) দিনগত রাত আনুমানিক পৌনে ৯টার দিকে র্যাবের একটি দল শহরের নুরানী মোড় এলাকায় অভিযান চালিয়ে ওই মাদক ব্যবসায়ীদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দু’টি মোবাইল ফোন ও নদগ ৭২৫ টাকা জব্ধ করা হয়।
আটককৃতরা হলেন, দুপচাঁচিয়া উপজেলার মন্ডলপাড়া গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে ফয়সাল (৩২) ও সদর উপজেলার শশীবদনী মধ্যপাড়া এলাকার মৃত রমজান আলীর ছেলে জাহাঙ্গীর হোসেন (৩৫)।
বিজ্ঞপ্তি আরও বলা হয়, ফয়সাল ও জাহাঙ্গীর দীর্ঘদিন ধরে ইয়াবাসহ নানা ধরনের মাদকদ্রব্যের ব্যবসায় জড়িত। আটকের পর তাদেরকে মালামালসহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
এমবিএইচ/আরএইচ