ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

কামরুলকে ঢাকায় আনা হয়েছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
কামরুলকে ঢাকায় আনা হয়েছে ছবি: জি এম মুজিবুর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বহুল আলোচিত সিলেটের শিশু শেখ সামিউল আলম রাজন হত্যা মামলার মূল আসামি কামরুলকে নিয়ে ঢাকায় পৌঁছেছেন পুলিশ কর্মকর্তারা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ৩টার দিকে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।

বাংলানিউজেক বিষয়টি নিশ্চিত করেন এপিবিএন’র সিনিয়র এসএসপি আলমগীর শিমুল।

তিনি বলেন, তাকে বর্তমানে এপিবিএন’র কাস্টোডিতে রাখা হয়েছে।

গত রোববার (১১ অক্টোবর) রাতে সৌদি আরবের উদ্দেশে রওনা দেন সিলেটের তিন পুলিশ কর্মকর্তা।  

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
এনএ/বিএস

** কামরুলকে আনতে রাতে সৌদি যাচ্ছেন পুলিশ কর্মকর্তারা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।