ঢাকা: পানি সম্পদ মন্ত্রণালয়ের চলমান উন্নয়ন প্রকল্প বিষয়ে পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
মন্ত্রণালয়ের অধীন পাঁচটি দপ্তর প্রধানরা এতে অংশ নেন।
বৈঠকে গত মাসে নেওয়া সিদ্ধান্তগুলোর অগ্রগতি, মাসিক এডিপি পর্যালোচনা সভা, এডিপিভুক্ত উন্নয়ন প্রকল্পের দরপত্র সংক্রান্ত আলোচনা, প্রকল্পের আওতায় ভূমি অধিগ্রহণ, যেসব নদী ড্রেজিং করা হবে তা নিয়ে আলোচনা এবং অধিক বরাদ্দপ্রাপ্ত প্রকল্পের আলোচনা ও পর্যালোচনা করা হয়।
বৈঠকে সরকারের রূপকল্প যথাযথভাবে বাস্তবায়নের স্বার্থে বাংলাদেশেও সরকারি প্রতিষ্ঠানগুলোর জন্য কর্মসম্পাদন ব্যবস্থাপনা পদ্ধতি প্রবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে সরকারি প্রতিষ্ঠানগুলোর দক্ষতা ও দায়বদ্ধতা বাড়বে।
এরই ধারাবাহিকতায় গত মাসের ২০ তারিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর প্রতিনিধি হিসেবে মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে ২০১৫-২০১৬ সালের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম বীরপ্রতিক, সচিব জাফর আহমেদ খান, অতিরিক্ত সচিব আ ন ম আবদুর রহমান ও ভীমচন্দ্র রায়, যুগ্ম সচিব মোশাররফ হোসেন ও কাজী ওবায়দুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ইসমাইল হোসেন ও যৌথ নদী গবেষণা কেন্দ্রের সদস্য সচিব মীর সাজ্জাদ হোসেন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫/আপডেট: ১৮৩৩ ঘণ্টা
এসএস/এএ