বগুড়া: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বগুড়ায় বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০১৫ পালন করা হয়েছে। বগুড়া অন্ধ সংস্থার আয়োজনে ও রোটারি ক্লাব অব বগুড়ার সহযোগিতায় দিবসটি পালন করা হয়।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টার দিকে শহরের খোকন পার্কের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি শহরের সাতমাথা হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে বগুড়া পৌরসভা মিলনায়তনে দিবসের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক খোরশেদ আলম প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
এমবিএইচ/জেডএস