ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

ঠাকুরগাঁওয়ে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
ঠাকুরগাঁওয়ে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের দাবি ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঠাকুরগাঁও: সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আসন্ন সার্বজনীন শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছে ঠাকুরগাঁও জেলা মহিলা পরিষদ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে শহরের চৌরাস্তায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে এ দাবি জানানো হয়।



মানববন্ধনে বক্তব্য রাখেন-জেলা মহিলা পরিষদের সভাপতি আফরোজা পারভীন রিকা, সাধারণ সম্পাদক সুচরিতা দেব, সাংবাদিক মনসুর আলী, কামরুল ইসলাম রুবাইয়াত, মামুন অর রশিদ প্রমুখ।

বক্তারা হিন্দু ধর্মালম্বীদের শারদীয় দুর্গোৎসব পালনে প্রশাসনের কাছে কঠোর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

পরে তাদের দাবির বিষয়ে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপিও পেশ করেন পরিষদের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।