ঠাকুরগাঁও: চতুর্থ শ্রেণির কর্মচারীদের ন্যায় বেতন স্কেল, অবসর ভাতা, রেশনিং ব্যবস্থা ও চাকরির বিধিমালা সংশোধনের দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন করেছেন গ্রাম পুলিশ (চৌকিদার) সদস্যরা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি শ্রী বিজয় কুমার রায়, সাধারণ সম্পাদক সগেন্দ্র নাথ রায়সহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় তারা দ্রুত তাদের দাবি বাস্তবায়নের জন্য সরকারের কাছে আহ্বান জানান।
পরে গ্রাম পুলিশ সদস্যরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এক স্মারকলিপিও জামা দেন।
বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
টিআই