ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

ঠাকুরগাঁওয়ে গ্রাম পুলিশের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
ঠাকুরগাঁওয়ে গ্রাম পুলিশের মানববন্ধন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঠাকুরগাঁও: চতুর্থ শ্রেণির কর্মচারীদের ন্যায় বেতন স্কেল, অবসর ভাতা, রেশনিং ব্যবস্থা ও চাকরির বিধিমালা সংশোধনের দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন করেছেন গ্রাম পুলিশ (চৌকিদার) সদস্যরা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।



মানববন্ধনে বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি শ্রী বিজয় কুমার রায়, সাধারণ সম্পাদক সগেন্দ্র নাথ রায়সহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় তারা দ্রুত তাদের দাবি বাস্তবায়নের জন্য সরকারের কাছে আহ্বান জানান।

পরে গ্রাম পুলিশ সদস্যরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এক স্মারকলিপিও জামা দেন।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।