ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

খিজির খান হত্যার দুই আসামি তিন দিনের রিমান্ডে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
খিজির খান হত্যার দুই আসামি তিন দিনের রিমান্ডে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড’র (পিডিবি) সাবেক চেয়ারম্যান প্রকৌশলী খিজির খান হত্যার ‍দুই আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে রিমান্ড শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাশেদ তালুকদার।



খিজির খান হত্যার ঘটনায় আটক দুই আসামি তরিকুল ইসলাম তারেক ও আলেক বেপারীর বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক আজিজুর রহমান। শুনানি শেষে তিন দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন আদালত। শুনানির সময় আসামিদের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। তাদের পক্ষে জামিনের আবেদনও করা হয়নি।

উল্লেখ্য, গত বুধবার (১৪ অক্টোবর) টাঙ্গাইলে ও রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে প্রকৌশলী খিজির খান হত্যার ২ আসামি তরিকুল ইসলাম ওরফে তারেক ও মো. আলেক বেপারীকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের হেফাজতে থাকা হত্যাকাণ্ডের সময় লুট হওয়া দু’টি ল্যাপটপ ও দু’টি ক্যামেরা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা হত্যার সঙ্গে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

পিডিবির সাবেক চেয়ারম্যান খিজির খানকে গত ৫ অক্টোবর সন্ধ্যায় ঢাকার মধ্য বাড্ডায় নিজ বাসায় গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।

মধ্য বাড্ডার বাড়িটির তৃতীয় তলায় পরিবার নিয়ে থাকতেন খিজির খান। এর দোতলায় রয়েছে ‘রহমতিয়া খানকাহ শরিফ (ঢাকা শাখা) ’। খিজির খান এই খানকাহ শরিফের পীর ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা,অক্টোবর ১৫, ২০১৫
এসজেএ/আরআই

** তালিকা করে পীর,ফকির হত্যার মিশনে নামে খিজির খানের খুনিরা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।