ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে তিন দিনব্যাপী ভূমি মেলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
ঝিনাইদহে তিন দিনব্যাপী ভূমি মেলা

ঝিনাইদহ: ঝিনাইদহে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি সেবা সপ্তাহ ও ভূমি মেলা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে খুলনা বিভাগীয় কমিশনার (ভূমি) আব্দুস সামাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।



উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজাবে রহমত।

এতে সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ, জেলা পরিষদের প্রশাসক আব্দুল ওয়াহেদ জোয়াদ্দার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম, নির্বাহী অফিসার জুলকার নায়ন, সদর সহকারী কমিশনার ভূমি উসমান গনি, এনডিসি সাইফুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে শ্রেষ্ঠ তিন কর দাতার হাতে সম্মাননা স্বারক এবং সদর উপজেলা শিক্ষা অফিসার মাসুদ করিমের হাতে ১ লাখ ৪৭ হাজার টাকার চেক তুলে দেওয়‍া হয়।

মেলায় সদর উপজেলার ২২ স্টল স্থান পেয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।