আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ বৈঠক অনুষ্ঠিত হয়।
আখাউড়া কোম্পানি সদরে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ১২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নজরুল ইসলাম এবং বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন বিএসএফ ১৫৮ ব্যাটালিয়নের অধিনায়ক রাগবীর সিংহ।
বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ১২ ব্যাটালিয়নের অবস অফিসার এ ডি আহসান, ১৫৮ বিএসএফের ডিপুটি কমান্ডার অরুন কুমার।
বৈঠকে দুই দেশের সীমান্ত সমস্যা, মাদক পাচার বন্ধসহ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনা হয়।
বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
আরএ