নাটোর: জেলার বাগাতিপাড়ায় পুকুরের পানিতে ডুবে পুস্পিতা (১২) ও তৃপ্তি (১১) নামে দুই মামাতো-ফুপাতো বোনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ১২টার দিকে বাগাতিপাড়া উপজেলার পেরাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত পুস্পিতা একই উপজেলার চকগোয়াস গ্রামের মামুনুর রহমান মামুনের মেয়ে ও তৃপ্তি আব্দুল হালিমের মেয়ে।
বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পুস্পিতা ও তার ফুপাতো বোন তৃপ্তি পাশের এলাকায় তাদের এক আত্মীয়ের বাড়ি বেড়াতে যায়। বৃহস্পতিবার দুপুরে দুজন বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে ডুবে যায়। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
টিআই