ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

বরিশালে বরফকল মলিকদের ধর্মঘট প্রত্যাহার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
বরিশালে বরফকল মলিকদের ধর্মঘট প্রত্যাহার

বরিশাল: চারদিন পর ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে বরিশাল বরফকল মালিকরা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর)  দুপুর সাড়ে ১২টায় প্রশাসন, বরফকল মালিকদের উপস্থিতিতে সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানান মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল দাস।



তিনি জানান, ধর্মঘট করার পর থেকেই তাদের সঙ্গে সমঝোতার চেষ্টা চালানো হচ্ছিল। আজ সেটা সফল হয়েছে। এতে করে জেলে থেকে মাছ ব্যাবসায়ী সবার কষ্ট লাঘব হলো।

বরফকল মালিক সমিতির সভাপতি আনিচুজ্জামান কামাল খান বলেন, লোকসানসহ নানান সমস্যার কারণে তারা বরফকল বন্ধ রেখেছিলেন।

জেলা প্রশাসকের অনুরোধ ও মৎস্য বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে বৈঠকে তারা বরফ কল দুপুর ১টা থেকে চালু করার নির্দেশ দিয়েছেন।

মৎস্য আড়তদার অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক জয়ন্ত দাস বলেন, ইলিশ প্রজনন নিষেধাজ্ঞা তুলে দেওয়ার পরদিন ১০ অক্টোবর থেকে প্রচুর মাছ আসতে শুরু করে বরিশাল মাছ বাজারে। কিন্তু বিপুল পরিমাণ মাছের অনুকূলে বরফ সরবরাহ না করে‘  ১১ অক্টোবার রাত থেকে বরিশালের বরফকল বন্ধ করে দেয় মালিকরা।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।