নাটোর: চাকরি জাতীয়করণসহ চার দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে নাটোরের গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে শহরের কানাইখালী মাঠ থেকে গ্রাম পুলিশ (চৌকিদার) সদস্যদের বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাটোর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে তারা এক মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন-গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের জেলা শাখার সভাপতি আবু তালেব, সাধারণ সম্পাদক অনাথ চন্দ্র দাসসহ অন্যরা।
বক্তারা গ্রাম পুলিশ সদস্যদের চতুর্থ শ্রেণির কর্মচারীদের ন্যায় বেতন স্কেল নির্ধারণ, অবসরকালীন ভাতা, রেশনিং ব্যবস্থা কার্যকর এবং ২০১৩ সালের চাকরি বিধিমালা বাস্তবায়ন করার জোর দাবি জানান।
কর্মসূচি শেষে তারা জেলা প্রশাসকের কাছে চার দফা দাবিতে এক স্মারকলিপিও পেশ করেন।
বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
টিআই