ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান কারাগারে

কুষ্টিয়া: নাশকতার মামলায় বিএনপি নেতা ও কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান প্রকৌশলী জাকির হোসেন সরকারের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শফিউর রহমান এ আদেশ দেন।



কুষ্টিয়ার পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকটে অনুপ কুমার নন্দী জানান, দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতে নাশকতা মামলায় হাজির হয়ে জামিন আবেদন করলে জেলা ও দায়রা জজ শফিউর রহমান প্রকৌশলী জাকির হোসেন সরকারের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

পরে তাকে কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানো হয়।
 
২০১৫ সালের ২৭ জানুয়ারি কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বৃত্তিপাড়া এলাকায় ধান বোঝাই ট্রাকে আগুনের ঘটনায় দায়ের করা মামলার তিনি অন্যতম আসামি ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।