ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

শুক্রবার আদালতে হাজির

সিলেটে নেওয়া হচ্ছে কামরুলকে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
সিলেটে নেওয়া হচ্ছে কামরুলকে ছবি : জি এম মুজিবর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বহুল আলোচিত মামলা শিশু শেখ সামিউল আলম রাজন হত্যার মূল আসামি কামরুলকে সিলেটে নিয়ে যাওয়া হচ্ছে। শুক্রবার (১৬ আক্টোবর) তাকে স্থানীয় আদালতে হাজির করা হবে বলে জানিয়েছেন পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) নজরুল ইসলাম।



বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৩টার দিকে হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দরে কামরুলকে নিয়ে পৌঁছানোর পর আর্মড পুলিশ ব্যাটেলিয়নের (এপিবিএন) কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

নজরুল ইসলাম বলেন, সৌদির সঙ্গে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি ছিল না। তাকে ফিরিয়ে আসতে বেশ জটিলতা হয়েছিল। ইন্টারপোলের মাধ্যমে কামরুলকে দেশে আনা হয়েছে। পুলিশ এ বিষয়ে সর্বদাই সচেষ্ট ছিল।

তিনি জানান, বর্তমানে তাকে সিলেটে নেওয়া হচ্ছে। শুক্রবার আদালতে হাজির করা হবে। শিশু রাজন হত্যা মামলায় ১১ জন গ্রেফতার হলেন এ পর্যন্ত। আরও দুইজন পলাতক। ওই দুই আসামি ধরতে শুধু পুলিশি তৎপরতাই নয়, আধুনিক ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।

এক প্রশ্নের জবাবে এআইজি বলেন, কামরুল খুন করে পালিয়ে গিয়েছিল কী করে এটি তদন্তের বিষয়। তবে স্থানীয় পুলিশের সহযোগিতা থাকতে পারে। এ জন্য সিলেট পুলিশের গাফিলতি দায়ে তিনজনকে বরখাস্ত করা হয়েছে। বিষয়টি আরও খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
এনএ/আইএ

** কামরুলকে ঢাকায় আনা হয়েছে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।