ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

অপসোনিনের ছিনতাই হওয়া গাড়ি উদ্ধার, আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
অপসোনিনের ছিনতাই হওয়া গাড়ি উদ্ধার, আটক ৩ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মানিকগঞ্জ: অপসোনিন কোম্পানির আমদানিকৃত ওষুধ ও মালামালসহ ছিনতাই হওয়া কাভার্ডভ্যানটি উদ্ধার করেছে মানিকগঞ্জ জেলা পুলিশ। এ সময় ছিনতাইকারী চক্রের তিন সদস্যকেও গ্রেফতার করা হয়।



বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ২টার দিকে পুলিশ সুপার মাহফুজুর রহমান এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলেন- ঢাকার দক্ষিণ খান থানার গাওয়াইর এলাকার আব্দুল হামিদের ছেলে মাসুদ রানা (৩০), একই এলাকার মৃত জলিল মিয়ার ছেলে মান্নান মিয়া (৪২) ও মৃত রেহান উদ্দিনের ছেলে ফরহাদ (৩৩)।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, ১ অক্টোবর রাতে ঢাকা বিমানবন্দর থেকে ছেড়ে আসা বরিশালগামী অপসোনিন কোম্পানির কাঁচামাল ও ওষুধ বহনকারী একটি ক্যাভার্ডভ্যান ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার মানোরা এলাকা থেকে ছিনতাই হয়।

ছিনতাইকারীরা ওই কাভার্ডভ্যানের চালক আলামিন ও হেলপার শহীদুলকে মারধর করে মাইক্রোবাসে করে গাজিপুরের জিরাবো এলাকায় নিয়ে ছেড়ে দেয়।

পরে সেখান থেকে চালক আলামিন ও হেলপার শহীদুল অপসোনিন কোম্পানির কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে। কোম্পানির পক্ষ থেকে ৩ অক্টোবর মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে টঙ্গীর চেরাগ আলী এলাকা থেকে কাভার্ডভ্যানটি উদ্ধার করে।

১২ অক্টোবর পুলিশ ডিএমপি এলাকা থেকে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মাসুদ রানা নামে এক যুবককে গ্রেফতার করে। পরে আদালতে তার দেওয়া জবানবন্দীর ভিত্তিতে বুধবার রাতে বাকি দুই আসামিকে গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, উদ্ধারকৃত গাড়ি ও মালামালের আনুমানিক মূল্য ২ কোটি ১ লাখ ৪২ হাজার টাকা। ওই চক্রটি মূলত বিমানবন্দর থেকে আমদানিকৃত বিভিন্ন মালামাল ছিনতাইয়ের কাজে জড়িত। বাকি দু’জন আসামিকেও আদালতে পাঠানো হবে।  

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।