ময়মনসিংহ: নারী নির্যাতন ও ইভটিজিং প্রতিরোধে ময়মনসিংহে সোশ্যাল মিডিয়া আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আড্ডা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমিন জাহানের সভাপতিত্বে আড্ডায় বক্তব্য রাখেন- স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নুরুল আমিন, সিনিয়র সহকারী পুলিশ সুপার সীমা রাণী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আনোয়ার হোসেন, প্রেসক্লাব ময়মনসিংহের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. শামসুল আলম খান, ময়মনসিংহ জেলা স্কুলের প্রধান শিক্ষক ইউনুস আলী ফারুকী, ফেরদৌসি বেগম হেলেনা, জেলা আওয়ামী লীগ নেতা মোয়াজ্জেম হোসেন বাবুল, জেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, সদরের মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবুল কালাম, জেলা জাতীয় মহিলা সংস্থার কো-অর্ডিনেটর গোলাম কিবরিয়া খান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ফরিদা ইয়াসমিন প্রমুখ।
মোস্তাকীম বিল্লাহ ফারুকী বলেন, ইভটিজিং বন্ধে পরিবার থেকেই ভূমিকা রাখতে হবে। ছেলে-মেয়েদের এ বিষয়ে সচেতন করতে হবে অভিভাবকদেরই। ইসলামে নারী নির্যাতনের কোনো স্থান নেই।
শারমিন জাহান জানান, নারী নির্যাতন ও ইভটিজিং প্রতিরোধে গত সেপ্টেম্বর মাস থেকে এ পর্যন্ত ২১টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। এসব আদালতে নয়জনকে কারাদণ্ড ও ১৩ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। গত দু’বছরে ১৫৭টি বাল্য বিয়ে রোধ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
এইচএ/