ঢাকা: বাল্য বিবাহ প্রতিরোধের নিমিত্ত মেয়েদের দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষাকে বাধ্যতামূলক করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। বর্তমানে পঞ্চম শ্রেণি পর্যন্ত সবার জন্য শিক্ষা বাধ্যতামূলক হলেও তা মেয়েদের জন্য দ্বাদশ শ্রেণি পর্যন্ত করার মত দিয়েছে কমিটি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে ঐ সুপারিশমালা তুলে ধরেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কমিটির সভাপতি রেবেকা মমিন।
শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মো. আফছারুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অংশ নেন কমিটির সদস্য শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, জাহাঙ্গীর কবীর নানক, মো.ছলিম উদ্দীন তরফদার, গোলাম মোস্তফা, এস.এম. আবুল কালাম আজাদ, মোহা. মামুনুর রশিদ এবং সেলিনা আক্তার বানু।
এছাড়া বাল্য বিবাহ প্রতিরোধ সাব-কমিটির পক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রেবেকা মমিন, সাব-কমিটির সদস্য মাহাবুব আরা বেগম গিনি ও সেলিনা বেগম অংশগ্রহণ করেন।
‘বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০’ এর কিছু ধারা সংশোধন প্রয়োজন বলে পরামর্শ দিয়েছে কমিটি। একই সাথে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আর্থিক বিষয়াদি নিরীক্ষার জন্য ডিআইএ’র আদলে পৃথক অধিদপ্তর গঠনের প্রস্তাব করেছে সংসদীয় কমিটি।
সর্বস্তরে শিক্ষা বিস্তারে উপজেলা, পৌরসভা ও সিটি কর্পোরেশন পর্যায়ে ‘মা’ সমাবেশের আয়োজন করার তাগিদ দেয় কমিটি। সেই সমাবেশে স্থানীয় সংসদ সদস্যকে সম্পর্কিত করার কথা বলেন একাধিক সদস্য।
বিভিন্ন শিক্ষা বোর্ডের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের আন্তঃ বোর্ড বদলির সুপারিশ করে কমিটি। এছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ এ সরকার মনোনীত ৩ জন ব্যক্তিকে অন্তর্ভুক্ত করার সুপারিশ করে কমিটি।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান পর্যবেক্ষণে কমিটি সদস্য মো. আব্দুল কুদ্দুসকে আহ্বায়ক করে পাঁচ সদস্য বিশিষ্ট একটি সাব-কমিটি গঠন করা হয়।
বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
এসএম/আরআই