ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

বাড়তি ভাড়া আদায় করতেই বাসের কৃত্রিম সংকট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
বাড়তি ভাড়া আদায় করতেই বাসের কৃত্রিম সংকট ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীতে যাত্রীবাহী বাসের কৃত্রিম সংকট তৈরি করে বাড়তি ভাড়া প্রতিষ্ঠা করা হচ্ছে বলে দাবি করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে বাস ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবিতে সমাবেশ করে দলটি।



সংগঠনের সভাপতি কমরেড আবদুল কাদিরের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ডা. সাজেদুল হক রুবেল, সম্পাদকমণ্ডলীর সদস্য আকরাম খান, যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক হাবিবুর আদনান রিয়াদ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, লোকাল বাসগুলোকে গেটলক বানিয়ে বাসের কৃত্রিম সংকট তৈরি করছে মালিকপক্ষ।

দীর্ঘ সময় বাসের অপেক্ষায় রাস্তায় দাঁড়িয়ে থাকলেও বাস পাওয়া যায় না। এরপর অনেক কষ্ট করে বাসে উঠলে প্রতিবাদ ছাড়াই বাড়তি ভাড়া দিচ্ছেন যাত্রীরা।

সরকার রাজধানীতে বিআরটিসি বাসের সংখ্যা কমিয়ে দিয়েছে উল্লেখ করে সমাবেশে বক্তারা আরও বলেন, স্কুল শিক্ষার্থীদের জন্য বাস সার্ভিস ঘোষণা ছাড়াই বন্ধ করে দিয়েছে সরকার। পাশাপাশি নারী যাত্রীদের বহনকারী বাসের সংখ্যা দিন দিন কমছে।

তাদের দাবি, একটি সিটিং সার্ভিস বাসের দৈনিক মোট খরচ ২ হাজার ৯শ টাকা।

এরপর যোগ হয় মালিক সমতির ৫শ টাকা, শ্রমিক সমিতির ৩শ টাকা ও প্রশাসনের ২শ টাকা চাঁদা। আর এই চাঁদার টাকা যাচ্ছে যাত্রীদের পকেট থেকে।

কোনো ঘোষণা ছাড়াই ওয়াসার পানির দাম বাড়ানোরও প্রতিবাদ জানান বক্তারা।

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
এফবি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।