ঢাকা: দুর্গা পূজাকে সামনে রেখে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ আহ্বান জানায় সংগঠনের সভানেত্রী আয়শা খানম।
এসময় আয়শা খানম বলেন, বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে দুর্গা পূজাকে সামনে রেখে আজকে মানববন্ধন করছি। প্রশসন ও দেশের সাধারণ জনগনকে সতর্ক করার জন্য আজকের এ আয়োজন যোগ করেন তিনি।
সম্প্রীতির সম্পর্ক রক্ষার জন্য মহিলা পরিষদ রাস্তায় দাঁড়িয়েছে বলে মন্তব্য করেন আয়শা খানম।
এসময় তিনি স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়কে সক্রিয় থাকারও আহ্বান জানান।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু, যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলে প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
এফবি/ পিসি