ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

টঙ্গীতে মাদক ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
টঙ্গীতে মাদক ব্যবসায়ী আটক ছবি: প্রতীকী

গাজীপুর: গাজীপুরের টঙ্গীর আমতলী বস্তি এলাকা থেকে রমজান আলী(৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১।

মো. রমজান আলী আমতলী বস্তি এলাকার মো. বকুল মিয়ার ছেলে।



বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১১টার দিকে তাকে আটক করা হয়।

র‌্যাব-১ সূত্র জানায়, সকালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১ এর একটি দল টঙ্গীর আমতলী বস্তি এলাকায় অভিযান চালায়। এসময় রমজান আলীর বাড়ি থেকে গাঁজা বিক্রির সময় ১২ কেজি গাঁজাসহ রমজান আলীকে আটক করা হয়েছে। রমজানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
পিসি


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।