গাজীপুর: গাজীপুরের টঙ্গীর আমতলী বস্তি এলাকা থেকে রমজান আলী(৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১।
মো. রমজান আলী আমতলী বস্তি এলাকার মো. বকুল মিয়ার ছেলে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১১টার দিকে তাকে আটক করা হয়।
র্যাব-১ সূত্র জানায়, সকালে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১ এর একটি দল টঙ্গীর আমতলী বস্তি এলাকায় অভিযান চালায়। এসময় রমজান আলীর বাড়ি থেকে গাঁজা বিক্রির সময় ১২ কেজি গাঁজাসহ রমজান আলীকে আটক করা হয়েছে। রমজানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
পিসি