ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

‘নৌকা মার্কাই আপনাদের উন্নয়ন দেবে’

মহিউদ্দিন মাহমুদ ও ফজলে ইলাহী স্বপন | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
‘নৌকা মার্কাই আপনাদের উন্নয়ন দেবে’ ছবি : সংগৃহীত

ক‍ুড়িগ্রাম থেকে: সারা দেশের উন্নয়নে সবার সহযোগিতা ও দোয়া চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বাংলাদেশের উন্নয়নের জন্য যা করণীয় আমরা করবো, আওয়ামী লীগ সরকার করবে। ’

তিনি বলেন, ‘শুধু আপনাদের দোয়া চাই।

নৌকা মার্কায় আপনারা ভোট দিয়েছেন, নৌকা আপনাদের মার্কা, এই নৌকা মার্কাই আপনাদের উন্নয়ন দেবে। এই নৌকা মার্কাই দেশের স্বাধীনতা এনে দিয়েছে, তাই নৌকা মার্কা ক্ষমতায় এলেই দেশের উন্নয়ন হয়। ’

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তৃতা করছিলেন প্রধানমন্ত্রী।

সভায় প্রধানমন্ত্রী কুড়িগ্রামের উন্নয়নে বিভিন্ন প্রতিশ্রুতি দেন। একইসঙ্গে কুড়িগ্রামসহ গোটা দেশের উন্নয়নে সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের কথা তুলে ধরেন।

কুড়িগ্রামে রেল যোগাযোগ স্থাপনের প্রতিশ্রুতি দিয়ে শেখ হাসিনা বলেন, ‘এখানে যেন রেল যোগাযোগ চালু হয় সে ব্যবস্থা করে দেবো। কুড়িগ্রামে রেলওয়ে স্টেশন স্থাপনের মাধ্যমে এ এলাকার সঙ্গে রেল যোগাযোগ চালুর ব্যবস্থা আমরা করে দেবো। ’

শিক্ষার উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ‘কুড়িগ্রামে সরকারি বা বেসরকারি উদ্যোগে একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। আমাদের সিদ্ধান্ত প্রত্যেক উপজেলায় একটি কলেজ ও একটি স্কুল সরকারিকরণ করা হবে। ’

কুড়িগ্রামের নদী ড্রেজিং ও সেসবের নাব্যতা ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী।

কুড়িগ্রামে একটি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘এখানে যেন শিল্প, কলকারখানা গড়ে ওঠে তার জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলবো। যেন আপনাদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়। ইতোমধ্যেই আমি এখানকার ডিসিকে নির্দেশ দিয়েছি বিশেষ অর্থনৈতিক অঞ্চলের জন্য জায়গা চিহ্নিত করার। জায়গা চিহ্নিত হলেই অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কাজ শুরু হবে। ’

দ্বিতীয় ধরলা ব্রিজ নির্মাণে সরকারের পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘কুড়িগ্রামের রাস্তাঘাট উন্নয়নের জন্য আমরা ব্যাপক পদক্ষেপ নিয়েছি। আপনারা জানেন, আমরা আরেকটি ধরলা ব্রিজ প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছি। ইতোমধ্যেই দ্বিতীয় ধরলা ব্রিজ নির্মাণের পদক্ষেপ শুরু করে দিয়েছি। ’

শিশুদের খেলাধুলার জন্য শিশু পার্ক করে দেওয়ার কথাও বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ভবিষ্যতে কুড়িগ্রামের মানুষ মঙ্গা ভুলে যাবে। ভূমিহীনদের মাঝে খাসজমি বিতরণ করা হবে। যাদের ঘরবাড়ি নেই তাদের আমরা আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে ঘরবাড়ি করে দেবো।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। দেশকে ২০২১ সালে উচ্চ মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালে উন্নত দেশ গড়তে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথাও উল্লেখ করেন।

জেলা আওয়ামী লীগ সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু মণ্ডলের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, খাদ্য প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. জাফর আলীসহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা।

নাগরিক সমাজের পক্ষে সৈয়দ শামসুল হক বলেন, ‘এই অঞ্চল দেশের সবচেয়ে অবহেলিত এলাকা। এখানে মঙ্গা হতো। প্রধানমন্ত্রীর নেতৃত্বে এটি আর মঙ্গার দেশ নয়। এটি এখন চাঙ্গার দেশ। সব দিক থেকে এখানে মানুষ চাঙ্গা রয়েছে। ’

তিনি কুড়িগ্রামের সার্বিক উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও অভিনন্দন জানান।

দুপুর থেকে হাজারো জনতা বর্ণাঢ্য মিছিল সহকারে সভাস্থলে জড়ো হতে থাকেন। বেলা ২টার মধ্যে কলেজ মাঠ জনসমুদ্রে পরিণত হয়। জনতার ঢল মাঠ ছাড়িয়ে আশপাশের রাস্তাগুলোতে উপচে পড়ে।

প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে কুড়িগ্রামের মানুষের আগ্রহের কমতি ছিলো না। তারা ঢাক-ঢোল পিটিয়ে নেচে গেয়ে সভায় যোগ দেন। আওয়ামী লীগ নেতা-কর্মীদের পাশাপাশি বিপুলসংখ্যক জনসাধারণ সভায় অংশ নেন। সভায় নারীদেরও ব্যাপক উপস্থিতি ছিলো।

অনেকে প্রধানমন্ত্রীকে এক নজর দেখার জন্য গাছের মগডালে ওঠে পড়েন। প্রচুর ভিড় সামলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হিমশিম খেতে হয়েছে।

কলেজ মাঠে ১’শত ৩০ ফুট লম্বা ও ৩০ ফুট চওড়া দৃষ্টি নন্দন নৌকার ওপর মঞ্চ তৈরি করা হয়।

কড়া নিরাপত্তার মধ্যে প্রধানমন্ত্রী নির্ধারিত সময়ে জনসভা মঞ্চে আসেন। মঞ্চে ওঠার পর হাজারো জনতা তাকে স্বাগত জানায়।

সভাস্থলে পৌঁছেই প্রধানমন্ত্রী বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধন করেন। এরমধ্যে ১৫টি উন্নয়ন কাজের উদ্বোধন এবং ১৬টি কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
এমইউএম/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।