সিলেট: শিশু শেখ সামউল আলম রাজন হত্যা মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের ১৮ অক্টোবর।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে নবম কার্যদিবসে ছয় পুলিশ কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ শেষে মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধা সাক্ষ্যগ্রহণের নতুন তারিখ ধার্য করেন।
নতুন তারিখে সাক্ষ্য দেবেন রাজন হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) সুরঞ্জিত তালুকদার।
ওইদিন রাজন হত্যা মামলার প্রধান আসামি কামরুল ইসলামকেও বিচারের মুখোমুখি করতে আদালতে হাজির করা হবে। সিলেট জেলা জজ আদালতের সিনিয়র সহকারী কমিশনার (এসি- প্রসিকিউশন) আব্দুল আহাদ চৌধুরী বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
বৃহস্পতিবার নবম কার্যদিবসে এ মামলায় সাক্ষ্য দেন সিলেট মহানগরীর জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন, রাজন হত্যা মামলার প্রথম তদন্তকারী কর্মকর্তা একই থানার বরখাস্ত (ওসি-তদন্ত) আলমগীর হোসেন, একই থানার উপ পরিদর্শক (এসআই) আরিফুল আমিন, এসআই শামীম আকঞ্জি, এএসআই সোহেল রানা ও সুনামগঞ্জের দিরাই থানার এসআই মহাদেব বাঁছাড়।
মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শওকত আলী বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, এ যাবত মামলায় মোট ৩৫ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
এনইউ/এএএন/এএ