ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

শেরপুরে মাসব্যাপী ইঁদুর নিধন অভিযান শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
শেরপুরে মাসব্যাপী ইঁদুর নিধন অভিযান শুরু

শেরপুর: ইঁদুরের হাত থেকে ফসল রক্ষা করতে শেরপুরে সমন্বিতভাবে মাসব্যাপী ইঁদুর নিধন অভিযান শুরু করেছে কৃষি সম্প্রসারণ অধিদফতর।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে শেরপুর খামারবাড়ী মিলনায়তনে পানিতে ডুবিয়ে একটি ইঁদুরের মৃত্যুদণ্ড কার্যকর করার মধ্য দিয়ে জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম এ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।



অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি ইঁদুর গড়ে বছরে ৮ থেকে ১০ কেজি ফসল খায় এবং প্রায় ৫০ কেজি গোলাজাত ফসল নষ্ট করে। এক হিসাবে দেখা গেছে, সারাদেশে প্রতি বছর প্রায় ১০ থেকে ১২ ল‍াখ টন ফসল ইঁদুর খায় বা নষ্ট করে। এছাড়াও ইঁদুর প্লেগ, জন্ডিস, আমাশয়, টাইফয়েড, চর্মরোগ, কৃমিসহ প্রায় ৩০ ধরনের রোগ বহন করে।

এসময় সর্বোচ্চ ইঁদুর নিধনকারীকে জাতীয়ভাবে পুরস্কৃত করা হবে বলেও ঘোষণা দেওয়া হয়।

খামারবাড়ীর উপ-পরিচালক কৃষিবিদ ড. মো. আব্দুস সালামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সদর উপজেলা চেয়ারম্যান মো. ছানুয়ার হোসেন ছানু, এটিআই অধ্যক্ষ ড. মো. আহসান উল্লাহ, উপজেলা কৃষি বিষয়ক কর্মকর্তা পিকন কুমার সাহা প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।