ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

রাজধানীতে পলিশ মিস্ত্রির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
রাজধানীতে পলিশ মিস্ত্রির মৃত্যু

ঢাকা: রাজধানীর জুরাইন মুন্সীবাড়ি এলাকায় সাগর(১৮) নামে এক পলিশ মিস্ত্রির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার(১৫ অক্টোবর) ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।



সাগর ফরিদপুর সদর উপজেলার সাদিপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে। তিনি জুরাইন মুন্সীবাড়ি আকরাম পলিশঘরের কর্মচারী ছিলেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস বাংলানিউজকে জানান, আকরাম পলিশঘরে ফার্নিচারে পলিশের কাজ করছিলেন সাগর। এসময় মেশিনের একটি অংশ ছুটে এসে তার বুকে লাগে। এতে তিনি অচেতন হয়ে যান। এ অবস্থায় তার ভাই সোহাগ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সন্ধ্যা ৭টার দিকে তিনি মারা যান।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
পিসি
 


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।