ময়মনসিংহ: ময়মনসিংহে শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজে উৎসবমুখর পরিবেশে নবীন বরণ-২০১৫ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে কলেজ ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে এ অনুষ্ঠান হয়।
কলেজের প্রিন্সিপাল একেএম আব্দুর রফিকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী, ময়মনসিংহ পৌরসভার মেয়র ইকরামুল হক টিটু, জেলা নাগরিক আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান।
এ সময় শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন অধ্যাপক মফিজুন নূর খোকা, মানিক লাল সাহা, শরীফ মো. গোলাম কবীর, এনায়েতুর রহমান। পরে শিক্ষক শওকত জাহান সাকুর যৌথ সঞ্চালনায় কলেজ শিক্ষার্থীদের নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
আইএ