ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

বেনাপোল সীমান্তে অবৈধ পারাপারের সময় ৭ বাংলাদেশি আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
বেনাপোল সীমান্তে অবৈধ পারাপারের সময় ৭ বাংলাদেশি আটক

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্ত পথে অবৈধভাবে ভারত-বাংলাদেশের মধ্যে পারাপারের সময় এক শিশুসহ সাত বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।



বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত  পৃথক তিনটি অভিযানে বেনাপোল সীমান্তের পুটখালী ও সাদিপুর গ্রাম থেকে এদের আটক করা হয়।  

আটক নারী-পুরুষ-শিশুরা হলেন-বরিশালের মুদালী উপজেলার সোবহানের ছেলে মাসুম সরদার (১৮), কিশোরগঞ্জের মিঠাবন মৌলভীবাজার এলাকার খেজমত আলীর ছেলে সাইদুল ইসলাম (২২), মাদারীপুরের দৌতখালী এলাকার গৌতম ঘোষের ছেলে আকাশ ঘোষ (১৮), পিরোজপুরের নাজিরপুর এলাকার মহাসিনের ছেলে ইব্রাহীম (২৫), যশোর চৌগাছার দাউদ হাসানের স্ত্রী মোমেনা আক্তার (৪০), তার মেয়ে ইয়াসমিন (০৮) ও সাতক্ষীরার তালা উপজেলার ওয়াজেদের মেয়ে শরিফা খাতুন (২২)।

বিজিবি জানায়, তাদের কাছে গোপন সংবাদ আসে সীমান্ত পথে বেশ কিছু নারী-পুরুষ দালালের মাধ্যমে পারাপার হচ্ছে। এ সময় বিজিবি সদস্যরা ওই সীমান্তে অভিযান চালালে পাচারকারীরা এসব নারী-পুরুষদের ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে এক শিশুসহ  সাত বাংলাদেশি নারী, পুরুষকে আটক করে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়।

বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে জানান, আটকদের বিরুদ্ধে অবৈধ পারাপারের অভিযোগে ১১-সি ধারায় মামলা হয়েছে।

শুক্রবার দুপুরে তাদের যশোর আদালতে পাঠানো  হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।