বরিশাল: বরিশালে মাদক মামলায় এক ব্যক্তির ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বরিশাল জননিরাপত্তা অপরাধ দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক রফিকুল ইসলাম আসামির অনুপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামি আলাউদ্দিন খুলনা জেলার দৌলতপুরের মধ্যডাঙ্গা এলাকার মৃত মফিজ উদ্দিন হাওলাদারের ছেলে।
আদালতের বেঞ্চ সহকারী ফিরোজ উল ইসলাম বিষয়টি বংলানিউজকে নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ৮ সেপ্টেম্বর বেলা সোয়া ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নগর গোয়েন্দা পুলিশের একটি দল নগরীর রুপাতলী এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় ওই এলাকায় থাকা ডাচ বাংলা ব্যাংকের বুথের সামনে থেকে ১৩৩ পিস ইয়াবাসহ আলাউদ্দিনকে আটক করেন।
এ ঘটনায় ডিবির উপ পরিদর্শক (এসআই) আহসান কবীর বাদী হয়ে ওই দিনই থানায় একটি মামলা দায়ের করেন।
ডিবি পুলিশের পরিদর্শক আবুল কালাম আজাদ একই বছরের ২ অক্টোবর আদালতে চার্জশিট দাখিল করেন।
আদালত ১০ জন সাক্ষীর মধ্যে ৭ জনের সাক্ষ্য নেওয়া শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আলাউদ্দিনকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।
বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
এসএইচ