ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

যশোরে ইজিবাইক চালককে কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
যশোরে ইজিবাইক চালককে কারাদণ্ড ছবি: প্রতীকী

যশোর: যশোরে পুলিশের নির্দেশ অমান্য করার অপরাধে মুকুল হোসেন (৩০) নামে এক ব্যাটারি চালিত ইজিবাইক চালককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে যশোরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ারুজ্জামান দণ্ডাদেশ দেন।



মুকুল শহরের রেলগেট এলাকার আইয়ুব আলীর ছেলে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আককাস আলী বাংলানিউজকে তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, বৃহস্পতিবার দুপুরের দিকে শহরের ১ নম্বর আইনজীবী ভবনের সামনে নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ারুজ্জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছিলেন। এ সময় বেপরোয়া গতিতে একটি ইজিবাইক চলতে দেখে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে পুলিশ বাইক চালককে থামার সংকেত দিলেও তা উপেক্ষা করে আরও দ্রুত গতিতে ইজিবাইক নিয়ে পালানোর চেষ্টা করেন ওই চালক। পরে তাকে আটক করলে ওই চালক ম্যাজিস্ট্রেটের সামনেই পুলিশের সঙ্গে মারমুখি আচরণ করে।

এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। সন্ধ্যায় তাকে যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়, জানান আককাস আলী।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।