গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের বোর্ড বাজার এলাকা থেকে জুয়া খেলায় ব্যবহৃত বিভিন্ন মালামাল জব্দ করেছে জেলা প্রশাসন। এ সময় সেখানকার জুয়ার আসর উচ্ছেদ করা হয়।
জানা যায়, সিটি করপোরেশনের বোর্ড বাজার এলাকায় বিভিন্ন ব্যক্তির ছত্রছায়ায় স্থায়ী প্যান্ডেল বানিয়ে অবৈধ জুয়ার আসর বসে। দীর্ঘদিন ধরে সেখানে অশ্লীল নাচ, অসামাজিক কাজ ও আইনবিরোধী কার্যক্রম চলে আসছিল।
এ সব অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূর হোসেনের নেতৃত্বে জুয়ার আসরে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় বাক্স, ১০০ তীর, বোর্ড, টাকা রাখার বাক্সসহ জুয়া খেলায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করে আসরটি উচ্ছেদ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূর হোসেন জানান, ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা পালিয়ে যান।
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
আইএ