ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

বাবার অনুরোধে ছেলের কারাদণ্ড!

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
বাবার অনুরোধে ছেলের কারাদণ্ড!

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় বাবার অনুরোধে উজ্জল হোসেন (২৮) নামে মাদকাসক্ত ছেলেকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৫টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুর রহমান এ দণ্ডাদেশ দেন।



উজ্জল হোসেন ধুনট পৌর এলাকার পশ্চিম ভরনশাহী গ্রামের বাহাদুর আলীর ছেলে।

দণ্ডপ্রাপ্ত উজ্জল হোসেনের বাবা বাহাদুর আলী বাংলানিউজকে জানান, তার ছেলে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের মাদক সেবন করে নেশায় আসক্ত হয়। মাদক কেনার টাকার জন্য পরিবারের লোকজনকে নানা ভাবে অত্যাচার করে। এছাড়া এলাকায় বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়ে। অনেক চেষ্টা করেও তাকে বিপথ থেকে ফেরানো সম্ভব হয়নি।  

তিনি আরো জানান, ছেলের অত্যাচারে অতিষ্ট হয়ে পারিবারিক সিদ্ধান্ত মতে বৃহস্পতিবার (১৫অক্টোবর) সকাল ১০টার দিকে ধুনট থানায় সোপার্দ করেন।

বিকেলে পুলিশের সঙ্গে ছেলেকে নিয়ে ভ্রাম্যমাণ আদালতে হাজির হন। ছেলের শস্তি চেয়ে বিচারককে অনুরোধ করেন।  

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্ত  উজ্জল হোসেনকে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।