বগুড়া: বগুড়ার গাবতলী উপজেলায় মোখলেছার রহমানকে পিটিয়ে হত্যার অভিযোগে গাবতলী মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুস সবুর ও কনস্টেবল আব্দুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে এই দুই পুলিশকে সাময়িক বরখাস্ত করা হয়।
এদিকে ঘটনার পরপরই জেলার অতিরিক্ত পুলিশ সুপার (পূর্ব) আরিফুর রহমান মন্ডলকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন সহকারী পুলিশ সুপার (এএসপি এ-সার্কেল) সরফরাজ আহম্মেদ, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম ও গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন।
তদন্ত কমিটির প্রধান জেলার আরিফুর রহমান মন্ডল রাত ৯টা ২৪ মিনিটে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, গঠিত তদন্ত কমিটি প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পেয়েছে। তাই প্রাথমিকভাবে গাবতলী মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুস সবুর ও কনস্টেবল আব্দুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
অভিযোগ পাওয়া যায়, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ২টার দিকে উপজেলার ছয়মাইল নামক স্থানে মোখলেছার রহমানকে গাবতলী মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুস সবুর ও কনস্টেবল আব্দুর রহমান আটক করেন। পরে পুলিশ তাকে মোটরসাইকেলে তুলে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করে। এরই এক পর্যায়ে পুলিশ ওই ব্যক্তিকে লাথি মারেন এবং পেটান। এতে মাটিতে লুটিয়ে পড়েন মোখলেছার রহমান, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
এমবিএইচ/আইএ
** আড়াই ঘণ্টা অবরুদ্ধ থাকার পর উদ্ধার অভিযুক্ত দুই পুলিশ
** দুই পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে রেখেছে জনতা