মাদারীপুর: মাদারীপুরের শিবচর উপজেলার বাখরের কান্দি এলাকায় ট্রাকের চাপায় মানিক বৈরাগী (২২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির কাছে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে জানা যায়, তিনি গোপালগঞ্জের মুকসেদপুর উপজেলার বেদগ্রামের শুকরিয়া বৈরাগীর ছেলে।
পুলিশ জানায়, বাগেরহাট থেকে কাঁচামালবাহী একটি ট্রাকের (খুলনা মেট্রো ট ১১-১৩৩৬) উপরে বসে কুমিল্লা যাচ্ছিলেন মানিক। সন্ধ্যায় বাখরের কান্দি এলাকায় এলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান। এসময় ট্রাকটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সাত্তার বলেন, খবর পেয়ে ট্রাকটি আটক করা হয়েছে। তবে দুর্ঘটনার পর পর চালক পালিয়ে গেছে।
বাংলাদেশ সময়: ০০১৬ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
এসআই