ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে ঢামেকের দুই চিকিৎসক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩০ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে ঢামেকের দুই চিকিৎসক আটক ছবি: প্রতীকী

ঢাকা: অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের দুই চিকিৎসককে আটক করেছে শাহাবাগ থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে ঢামেকের বার্ন ইউনিটের পেছনে চিকিৎসকদের ডরমেটরির চতুর্থ তলার একটি কক্ষ থেকে তাদের আটক করা হয়।



আটক চিকিৎসকরা হলেন-ঢামেকের চিকিৎসক মইন আলী ও গাইনির চিকিৎসক জান্নাতুল ফেরদৌস।

শাহাবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, ওই নারী চিকিৎসক বিবাহিত। তার চিকিৎসক স্বামী বর্তমানে থাইল্যান্ডে অবস্থান করছেন। স্বামীর নামে বরাদ্দ করা ডরমেটরির একটি কক্ষে তিনি ও মইন অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। বিষয়টি জানতে পেরে মেয়েটির বাবা-মা ও শ্বশুরালয়ের লোকজন শাহাবাগ থানায় খবর দেন। পরে  পুলিশ এসে তাদের উপস্থিতিতে ওই দুই চিকিৎসককে আটক করে থানায় নিয়ে যায়।

ওসি আরো জানান, আটক দু’জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কেউ অভিযোগ করলে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।   

বাংলাদেশ সময়: ০০২৫ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।