ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

১২৫তম মৃত্যুবার্ষিকী

আখড়া বাড়িতে লালন ভক্তদের মিলনমেলা

শফিকুল ইসলাম শিমুল, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৯ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
আখড়া বাড়িতে লালন ভক্তদের মিলনমেলা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুষ্টিয়া: পহেলা কার্তিক লালন শাহের ১২৫তম তিরোধান দিবস। এ উপলক্ষে শুক্রবার (১৬ই অক্টোবর) বিকেল থেকে কুষ্টিয়া শহরের ছেঁউড়িয়ায় আখড়া বাড়িতে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী অনুষ্ঠান।



লালন একাডেমি ও কুষ্টিয়া জেলা প্রশাসনের যৌথভাবে এ অনুষ্ঠান আয়োজন করছে।

শুক্রবার বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ।

উসৎবে আলোচনা সভা ছাড়াও প্রতিদিন গভীররাত পর্যন্ত চলবে লালন গীতি। অনুষ্ঠানে সঙ্গীত পরিবশেন করবেন লালন একাডেমিসহ দেশের খ্যাতনামা শিল্পীরা।

লালনের তিরোধান দিবসে প্রতিবারের মতো এবারও কালী নদীর পাড়ে বসেছে গ্রামীণ মেলা।

১২৯৭ বাংলা সালের ১ কার্তিক (ইং- ১৮৯০ সালের ১৭ অক্টোবর) এই বাউল সাধক লালন শাহের মৃত্যু হয়। তার তিরোধান দিবসে প্রতি বছর ভক্তরা এ উৎসবে অংশ নেয়।

আয়োজকরা বলছেন, এবার ১৬ থেকে ২০ অক্টোবর পাঁচ দিনের এ উৎসবকে সামনে রেখে দেশ-বিদেশের প্রচুর ভক্তের সমাগম হয়েছে। শুক্রবার সন্ধ্যার মধ্যে কানায় কানায় ভরে উঠবে লালনের এই সাধন ভূমি।

লালন আখড়া বাড়িতে আসা বাউল ও সাধুরা একাডেমি ভবনের নিচ তলাসহ মূল মঞ্চের আশেপাশে অবস্থান নিয়েছেন। চার/পাঁচজনের ছোট ছোট দলে তারা ভাগ হয়ে ঢাক-ঢোল পিটিয়ে লালনের গানে সুর তুলছেন। জায়গা না পেয়ে অনেকে আশ্রয় নিচ্ছেন কালী নদীর তীরে।

লালন একাডেমির সভাপতি ও জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন বলেন, একাডেমী ও জেলা প্রশাসনের পক্ষ থেকে এখানে আসা বাউলদের খাদ্য ও নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম বলেন, উৎসব সফল করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে যাচ্ছে। এখানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া এবার বিদেশি দর্শনার্থীদের নিরাপত্তার ব্যাপারে প্রশাসন সর্ব্বোচ সর্তক অবস্থায় রয়েছে।

বাংলাদেশ সময়: ০৬১৮ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।