ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

রাজপথ থেকে কানা গলি ছুটছেন ওসি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৮ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
রাজপথ থেকে কানা গলি ছুটছেন ওসি ছবি: শাকিল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ফুটপাত থেকে কানা গলি, সবখানেই যেনো পুলিশ রয়েছে ওঁৎ পেতে। যেনো কারোর সন্ধান চায় ওরা।

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিরাপত্তার বেড়াজাল পেরিয়ে কেউ চলে গেলেও, রাতে যেনো কারো পার পেয়ে যাওয়ার সুযোগ নেই।
 
সারাদিনের জোরালো নিরাপত্তা রাতে রূপ নেয় কড়াকড়িতে। দুই বিদেশি হত্যার পর থেকেই নিরাপত্তা জোরদার করা হয়েছে ঢাকা নগরীজুড়ে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) গভীররাতে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুলকে কুটনৈতিক পাড়ার চেকপোস্ট থেকে গুলশান এক নম্বরের চেকপোস্টের দিকে ছুটে যেতে দেখা গেলো। এভাবে গুলশানের মূল রাস্তা থেকে কানা গলিতেও ছুটে চলেছেন রাতভর।
 
রাত ১২টার পর কুটনৈতিকপাড়ায় পুলিশের জোর নিরাপত্তার পাশপাশি ছোট খাটো গলিতেও পুলিশি টহল দেখা গেছে। প্রায় প্রতিটি রাস্তার মোড়ে পুলিশি টহল চলেছে রাতভর।

গুলশান থেকে গাবতলী, মোহাম্মদপুর থেকে বিশ্ববিদ্যালয় এলাকা। আর প্রেসক্লাব, জিপিও থেকে নতনি বাজার পর্যন্ত কোনো রাস্তায় পুলিশ চেকপোস্টের অভাব ছিল না বৃহস্পতিবার রাতে।

নগরীর প্রায় প্রতিটি মোড়ে চেকপোস্ট বাসিয়ে ট্রাক, কাভার্ড ভ্যান, সিএনজি চালিত অটোরিকশা, মোটরসাইকেল, মাইক্রোবাসসহ প্রতিটি যানবাহন ও পণ্যবাহী গাড়িতে তল্লাশি করা হয়।  

রাতে গুলশান থানার ওসি সিরাজুল বাংলানিউজকে বলেন, সারারাতই ডিউটি চলবে সমানতালে। রাতভর সঙ্গে রয়েছি পুলিশ টিমের। নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় সেজন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি।
 
মিরপুর মাজার গেটের সামনে গিয়ে দেখা গেলো, কয়েক বখাটেকে পুলিশ পেটাচ্ছে।

এসময় শাহ আলী থানা পুলিশ অভিযান চালিয়েছে মাজারের ভেতরেও। গাঁজা খেয়ে অথবা না খেয়েই রাস্তায় খারাপ আচরণ করায় কয়েকজনকে কান ধরে উঠ-বস করিয়ে শাস্তি দিতে দেখা গেলো।  
 
পুলিশের পাশাপাশি র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‌্যাব) রাতভর টহল দিতে দেখা গেছে নগরী জুড়ে।
 
২৮ সেপ্টেম্বর রাজধানীর গুলশানে ইতালী নাগরিক তাবেলা সিজার ও ৩ অক্টোবর রংপুরে জাপানি নাগরিক কুনিও হোসিকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।
 
অন্যদিকে, ৫ অক্টোবর সকালে পাবনার ঈশ্বরদীতে ব্যাপ্টিস্ট মিশনের ফেইথ বাইবেল চার্চ অব গড- এর ফাদার লুক সরকারকে তার বাসায় গলায় ছুরি চালিয়ে হত্যার চেষ্টা করা হয়। এছাড়া ৫ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর মধ্য বাড্ডায় নিজ বাড়িতে খুন হন ৬৮ বছর বয়সী খিজির খান।
 
এসব ঘটনার পর পুলিশি নিরাপত্তা বিগত যে কোনো সময়ের চেয়েই বেশি দেখা যাচ্ছে।
 
বাংলাদেশ সময় : ০৭৪৮ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
এসএমএ/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।